Protikria (প্রতিক্রিয়া) Lyrics

“প্রতিক্রিয়া”

বুকের বক্রতা বুকেই রাখতাম,
সময় উজাড় করে দুঃসময়ে,
মহাকালের খুব আশেপাশে
পর্দার আড়ালে ছায়া-শরীরে,
জাগতিক চেতনায় দাঁড়ালাম।
সুরেলা কোন বাঁশির সুর,
দূরের পথিকের কাছেই মধুর।
অজানা অনুভূতির মেলামেশা,
জানাজানির পর বোবা ভাষা।
অশরীরিকে স্পর্শ করা যায়,
কল্পনার অবয়বে সবটুকুই।
অন্তর মেললে আত্মার কাছে,
বিবেকের শুভ্রতায় বুদবুদ ভাসে;
অনন্ত নীলে বিলীন হয়ে রয়।
ফেরারী চেতনা পাশ ফিরে চায়,
হাতের রেখা আড়শীর উপরে,
নিয়তির কাঁটা-ছেঁড়ার ক্ষীণ প্রবাহ,
রবাহুতরা অনাহুত, অলস অবচেতনায়।

About Protikria (প্রতিক্রিয়া) Lyrics

Related songs: Sur Ashur (সুর-অসুর) Lyrics
শিরোনামঃ
প্রতিক্রিয়া
গীতিকবিতাঃ
তপন
সুরঃ
মিশু
ব্যান্ডঃ
শহরতলী
অ্যালবামঃ
বরাবর শহরতলী

Leave a Comment