Ure Chole Jai (উড়ে চলে যায়) Lyrics
“উড়ে চলে যায়” ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি অজানা এক নিরবতার সুরে দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায় দূরে দূরে …
“উড়ে চলে যায়” ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি অজানা এক নিরবতার সুরে দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায় দূরে দূরে …
“উড়ে চলে যায়” ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি অজানা এক নিরবতার সুরে দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায় দূরে দূরে …
“শেষের ওপাশে” সকল রঙে অলীক স্পর্শ সব দেখার অস্তিম প্রতিফলন সব আকৃতির শেষ রূপ জানা-অজানার অপরিণত সুর জীবন শিখার আলোতে, বিকিয়ে দেওয়া সত্তার শেষ …
“অধরা” আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ, এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার …
“নষ্টালজিয়া” কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে কবে যাবো ফিরে বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে সাতার কেটে করবো গোসল ঘোলা ঘোলা নীরে কবে যাবো …
“মনে পড়ে” কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল স্মৃতিগুলো থমকে থাকে, আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা। মনে পড়ে এ এ এ… …
“চেনা জগৎ” আমার চেতনার যত উদ্ধৃতি চেনা স্বত্বার কত আকৃতি সবই আবছা আলেয়ার অজানা ভাষার আলোর মায়া চেনা পৃথিবীর ম্লান আলোতে দেখা স্বপ্নের ছাপ …
“বিধাতারই রঙে” আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি, প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী তাই মেঘে …
“আশার প্রদীপ জ্বেলে” আলোর পৃথিবী দূরের অস্পষ্ট অজানা স্মৃতি আঁধার প্রকৃতিতে আমার অস্তিত্ব চিরমলিন। আঁধারে, আলোছায়া চেনা দিন অচেনাতে। অকারণ চেতনার দুর্মর সন্তান আশার …