Projonmo 2012 (প্রজন্ম ২০১২) Lyrics

“প্রজন্ম ২০১২”

না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখে
চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি
হাঁটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়

গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাজে সবাই সমান

জানো তোমার দিন হবে শেষ
তবুই তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভূষণ চালচলন
হতে পারে ভিন্ন মোদের কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন
তাই বলে মানবো নাতো কটাক্ষ সারাক্ষণ
আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন সমাজ
জেগে ওঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ
আমরা নতুন প্রজন্ম আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম ভাঙবো কুসংস্কার

বাঁকা হাসি তোমার চোখে, শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে, আজ কেন নড়েচড়ে তোমার মন।

 

About Projonmo 2012 (প্রজন্ম ২০১২) Lyrics

Related songs: Jonosrot (জনস্রোত) Lyrics
শিরোনামঃ
প্রজন্ম ২০১২
কথাঃ
কমল
সুরঃ
কমল
কন্ঠঃ
মিজান
ব্যান্ডঃ
ওয়ারফেইজ
অ্যালবামঃ
সত্য

Leave a Comment