Morile Kandish Na (মরিলে কান্দিস না) Lyrics

“মরিলে কান্দিস না”

মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়।

সুরা ইয়াসীন পাঠ করিও বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়
যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায়
রে যাদুধন……মরিলে কান্দিস না আমার দায়

বুক বান্দিয়া কাছে বইসা গোছল দেওয়াইবায়
আমার কথা রাখিবায়
কান্দনের বদলে মুখে কলমা পড়িবায়
রে যাদুধন……মরিলে কান্দিস না আমার দায়

কাফন পিন্দাইয়া আতর গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
রে যাদু ধন ……মরিলে কান্দিস না আমার দায়!

দাফন করিয়া যদি কান্দ আমার দায়
বুক বান্দা নাহি যায়
মসজিদে বসিয়া কাইন্দ আল্লারই দরগায়
রে যাদুধন……মরিলে কান্দিস না আমার দায়

কবর জিয়ারত করিয়া দোয়া করিবায়,
আর দরবারে কইবায়
মাফ করিয়া দিও আল্লাহ্‌ গিয়াস পাগেলায়
রে যাদুধন……মরিলে কান্দিস না আমার দায়

 

About Morile Kandish Na Lyrics

Related songs: 
শিরোনামঃ
মরিলে কান্দিস না
কন্ঠঃ
বিদিত লাল দাস
কথাঃ
গিয়াসউদ্দিন আহমেদ
সুরঃ
বিদিত লাল দাস
কন্ঠঃ
আনুশেহ আনাদিল
ব্যান্ডঃ
বাংলা
অ্যালবামঃ
কিংকর্তব্যবিমূঢ়

Leave a Comment