Ma (মা) Lyrics

উঠোন পেরিয়ে দু’পা সামনে এগুতে গেলে ভাবি
এই বুঝি মা বলছেন’ “খোকা একটু সাবধানে”
এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়,
নিরাশ্রয় দু’হাত পাগলের মতো তোমার বুকের ওম খোঁজে,
দুরন্ত শৈশবে যেখানে লুকোনো ছিলো আমার সমস্ত ব্যথার উপশম ।
নিজেকে বড় অসহায় আর অনাথ মনে হয়,
বুকের ভেতর অজান্তেই ডুকরে কেঁদে ওঠে পুরানের পাখি,
চোখের নোনতা জলে বালিশ ভিঁজে যায় ।

আজ হঠাৎ করে মনে পড়ছে তোমায় মা
স্মৃতির চাদরে জড়িয়ে আজ আমায়
ভাসালে চোখের লোনায়
অথৈ সাগরে একা আমি ভেলায়

ও মা দেখো তোমার ছেলে কত বড় হয়েছে তুমি একটু দেখোনা, দেখোনা
ও মা আজ অবুঝ ছেলে কত বুঝের হয়েছে তুমি ফিরে আসোনা…আসোনা
তোমার আঁচলের শীতল ছায়ায় আমায় ঢেকে দাও না

আমায় যতবার তোমার স্নেহের আঁচলে বাঁধতে চেয়েছ,
ততবার আমি পালিয়েছি দুরত্বের কপট আহ্বানে ।
বুঝিনি এই দুরত্বের দৌরাত্ব একদিন কতখানি পোড়াবে আমাকে ।
ভীষন অপরাধবোধে ভেতরটা কুকড়ে আসে ।
নিজেকে ক্ষমা করতে পারিনা মা, ক্ষমা করতে পারিনা ।

একলা ঘরে ছিলাম যখন, আমি কাছে থেকেও দূরে তখন
চারদেয়ালে নিঃস্ব আমি তোমায় ছায়া ছুঁয়ে স্পর্শ খুঁজি
বেঁচে থাকাই এখন বড় দায়, অপরাধবোধে ভেতরটা কুঁকড়ে খাক

ও মা ছুটেছি তোমার খোঁজে আজ জীবন পথে বুকে টানো না, নাও না
ও মা আজ অবুঝ ছেলে কত বুঝের হয়েছে তুমি ফিরে আসোনা…আসোনা
তোমার আঁচলের শীতল ছায়ায় আমায় ঢেকে দাও না

মনে পড়ে সেই রাত করে বাড়ি ফেরা,
ক্লান্ত পক্ষিমাতার মতো আমার জন্য তোমার ব্যাকুল প্রতিক্ষা ।
দু:স্বপ্ন থেকে জেগে উঠে আমার কপালে তোমার স্নেহের স্পর্শ ।
এখন আর প্রতিক্ষায় থাকেনা এক জোড়া ব্যাকুল চোখ,
দু:স্বপ্ন থেকে জেগে উঠলে কেউ বলেনা
“খোকা, ভয় পাসনে এইতো আমি তোর পাশেই আছি ।”

“মাঝরাতে কতবার ফিরেছি বাসায়, পথ চেয়ে থাকা তোমার আমার আশায়
শত অনুযোগ নিয়ে চোখের কোণে, বুক ফেটে যেত বোবা কান্নায়
বেঁচে থাকাই এখন বড় দায়, অপরাধবোধে ভেতরটা কুঁকড়ে খায়

ও মা তোমার সব স্বপ্ন দেখো আমার হাতে তুমি, একট আসোনা,পাশে থাকো না
ও মা তোমার বুকে জড়িয়ে একটু গল্প শোনাও না,
আসো না, আসো না…

মাগো, শুধু একটিবারের জন্য ফিরে এসো ।
দ্যাখো তোমার সেই দুরন্ত ছেলে আজ কতো বড় গেছে।
দেখে যাও তোমার জন্য আমার কতগুলো নির্ঘুম রাত ভেসে যাচ্ছে কান্নার জলশ্বাসে ।
ফিরে এসো মা,শৈশবে যে চাঁদের বুড়ির গল্প শুনিয়ে আমায় ঘুম পাড়াতে,
শুধু একটিবারের জন্য আবার সেই গল্প শোনাও….
আমি আবার তোমার কোলে ঘুমোতে যাবো,
ঘুমোতে যাবো ।

 

About Ma (মা) Lyrics

Related songs: A Shohor (এ শহর) Lyrics
শিরোনামঃ
মা
গীতিকবিতাঃ
মিশু খান/ নীতেশ বড়ুয়া
সুরঃ
মিশু খান
কবিতাঃ
মা
কবিঃ
জিল্লুর রহমান সোহাগ
আবৃতিঃ
জিল্লুর রহমান সোহাগ
কন্ঠঃ
মিশু খান
ব্যান্ডঃ
শহরতলী
অ্যালবামঃ
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য

Leave a Comment