Khorkutu (খড়কুটো) Lyrics

“খড়কুটো”

জানি জানবেনা, কতটা কাঙ্গাল আমি!
কতটা আকালে এ সমুদ্র মরুভূমি।
জানি জানার দরকার নেই,
ইতিহাসতো হারাবে খেই।
ছায়া দিতো যে বটগাছটা,
এখন তার পায়ের নিচের আগাছা।
ডুবতে গেলে যা পাও তা আঁকড়ে ধরো,
বানভাসি খড়কুটোর খবর কেই-বা রাখো।।

দেখি তোমার কতশত ছবি,
ঠোঁট বাঁকানো অভিমান,
বা চোখের কোনে হাসি;
ফিরে আসে সব, কত কলরব,
ডাস্টবিনে রাখা স্মৃতি, পঁচা-বাসি।
বুঝি তোমার সব সমীকরণ,
ইচ্ছেমতোন যোগ-বিয়োগ যখন-তখন।
খাতা ভরা অংকের নিচে
আমি একলা ভাগশেষ এখন…
ডুবতে গেলে যা পাও তা আঁকড়ে ধরো,
বানভাসি খড়কুটোর খবর কেই-বা রাখো।।

জানি এ বুক ছিলো অন্য সব পথের মতো,
হেঁটে গ্যাছো নিরবধি, ধুলো উড়িয়ে কতো ।।
এপার থেকে ওপারে গ্যাছো গভীর নদী পেরিয়ে,
এ-পারের খেয়ার মাঝি আর কি-বা মানে রাখে ।।?

 

About Khorkutu (খড়কুটো) Lyrics

Related songs: Korkosh (কর্কশ) Lyrics
শিরোনামঃ
খড়কুটো
কথাঃ
তপন
সুরঃ
মিশু খান
কন্ঠঃ
মিশু খান
ব্যান্ডঃ
শহরতলী
অ্যালবামঃ
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য

Leave a Comment